Header Ads Widget

প্রোগ্রামিং শেখা কিভাবে শুরু করা উচিত?|How To Learning Programing?

প্রোগ্রামিং শেখা কিভাবে শুরু করা উচিত?|How To Learning Programing?

বর্তমান এই প্রতিযোগীতার বিশ্বে প্রোগ্রামিং হয়ে উঠেছে অনেক চাহিদা সম্পূর্ণ দক্ষতা।আপনার দক্ষতার তালিকায় এই দক্ষতাটিও যোগ করলে কেরিয়ার হিসেবে ভালো কাজে আসবে।তাই আজ আমরা আলোচনা করব কীভাবে খুব সহজেই প্রোগ্রামিং শেখা শুরু করা যায়।আশা করি,আপনাদের পোষ্টঅটি ভালো লাগবে।


বর্তমান এই প্রতিযোগীতার বিশ্বে প্রোগ্রামিং হয়ে উঠেছে অনেক চাহিদা সম্পূর্ণ দক্ষতা।আপনার দক্ষতার তালিকায় এই দক্ষতাটিও যোগ করলে কেরিয়ার হিসেবে ভালো কাজে আসবে।তাই আজ আমরা আলোচনা করব কীভাবে খুব সহজেই প্রোগ্রামিং শেখা শুরু করা যায়।আশা করি,আপনাদের পোষ্টঅটি ভালো লাগবে।

প্রোগ্রামিং শেখা কিভাবে শুরু করা উচিত?

১.ইউটিউব থেকে যেভাবে শিখবেন

আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন।সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টার নাম লিখে ইউটিউবে সার্চ করবেন।যেমন-আপনি যদি পাইথন প্রোগ্রামিং  শিখতে চান তাহলে python for beginners লিখে সার্চ করবেন।আবার আপনি যদি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শিখতে চান তাহলে javascript for beginners লিখে সার্চ দিবেন।একইভাবে পিএইচপি প্রোগ্রামিং শিখতে চাইলে php for beginners লিখে সার্চ দিবেন।তারপর যে যে ভিডিওগুলো আসবে সেগুলো দুই-তিনবার করে দেখার চেষ্টা করবেন। সেই ভিডিওগুলোই আপনাকে বলে দিবে পরবর্তীতে আরো কি কি করতে হবে।

২.গুগলে সার্চ দিয়ে যেভাবে শিখবেন(ফ্রি কোর্স যেভাবে শিখবেন)

আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর নাম আর তারপর free course লিখে গুগলে সার্চ করবেন।যেমন-ধরেন,আপনি যদি পাইথনের ভালো ফ্রি কোর্স খুঁজে বের করতে চান সেক্ষেত্রে আপনাকে গুগলে গিয়ে best python free course লিখে সার্চ দিতে হবে।প্রথম কয়েকটা সার্চ রেজাল্ট ঘাটলেই আপনি ভালো ভালো ফ্রি কোর্সগুলো পেয়ে যাবেন আশা করি।ঠিক একই সিস্টেমে আপনি চাইলে best javascript free course লিখে গুগল-এ সার্চ দিলে জাভাস্ক্রিপ্ট-এর ফ্রি কোর্স খুঁজে বের করতে পারবেন বা best web development free course বা best php free course ও সার্চ করে খুঁজে বের করতে পারবেন।

৩.বই বা পিডিএফ থেকে যেভাবে শিখতে পারেন

ভিডিও কোর্স এবং ইন্টারনেট সহজ লভ্য হওয়ার কারণে ইদানিংকালে বই বা পিডিএফ থেকে প্রোগ্রামিং শেখার টেন্ডেন্সি কমে যাচ্ছে।তারপরেও বাংলায় প্রোগ্রামিং এ হাতেখড়ি পাওয়ার জন্য অনেক ভালো ভালো বই আছে।যেমন- C প্রোগ্রামিং-এর উপরে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের অসাধারন বই আছে।  পাইথনের উপরে লেখা মাকসুদুর রহমান মার্টিনের বই আছে।ঝংকার মাহবুবের লেখা বেসিক প্রোগ্রমিং এর উপরে 'হাবলুদের জন্য প্রোগ্রামিং', 'প্রোগ্রামিংয়ের বলদ টু বস' ও 'প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্টি' নামে বই আছে।

৪.পেইড কোর্স কিনে যেভাবে শিখতে পারেন

আপনা সাজেস্ট করব মিনিমাম তিন থেকে ছয় মাস নিজে নিজে প্রোগ্রামিং করার বা শেখার চেষ্টা করুন।বিশেষ করে ফ্রি ইউটিউবে টিউটোরিয়াল দেখে বা ফ্রি অনলাইন কোর্স থেকে শিখতে শুরু করুন এবং বোঝার চেষ্টা করুন।যদি নিজে নিজে শিখে ফেলতে পারেন সেটাই সবচেয়ে ভালো কাজে আসবে। আর যদি কোন কারণে ছয়মাস পর্যাপ্ত টাইম দেয়ার পরেও তেমন কিছু সুবিধা করতে পারতেছেন না। সেক্ষেত্রে তখন udemy, coursera, udacity থেকে পেইড কোর্স কিনে শিখা শুরু করতে পারেন।

শুধু ইংরেজিতে না। বরং বাংলায় ভালো ভালো প্রোগ্রামিং শেখার পেইড কোর্সও আছে। যেমন-ঝংকর মাহবুব ভাই তার নিজ ইউটিউব চ্যানেলে ওয়েব ডেভেলপমেন্ট শিখিয়ে থাকেন?

পাশাপাশি হাসিন হায়দার ভাই wordpress, php এই বিষয়ে শেখান।এছাড়াও devskills,বহুব্রীহি ছাড়াও এরকম  আরো অনেক ওয়েবসাইট আছে যারা সামান্য কিছু ফি এর বিনিময়ে প্রোগ্রামিং শিখিয়ে থাকেন।


এভাবেই মূলত ফ্রি ওয়েতে প্রোগ্রামিং শেখা শুরু করতে পারেন যখন আপনি নতুন নতুন শিখছেন।প্রথমেই পেইড কোর্সের দিকে যাবেন না।ইউটিউব ও গুগল সার্চ এর মাধ্যমে সহজেই সব শিখতে পারবেন।তো এক্ষনি শুরু করে দিন আপনার প্রোগ্রামিং শেখার পথ যাত্রা,আর হে অব্যশই কমেন্ট করে জানান আপনি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে চলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads