Header Ads Widget

Current Affairs October 2021 PDF DOWNLOAD|সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১

Current Affairs October 2021 PDF DOWNLOAD|সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২১

আজকের এই পোষ্টিতে অক্টোবর ২০২১-এর সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন-উত্তর দেওয়া হলো।পাশাপাশি সাম্প্রতিক সময়ের MCQ দেওয়া হয়েছে।আশা করি পোষ্টটি আপনাদের কাজে আসবে।মনোযোগ সহকারে পড়ুন এবং উত্তরগুলো আত্তস্ত করে ফেলুন।

আজকের এই পোষ্টিতে অক্টোবর ২০২১-এর সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন-উত্তর দেওয়া হলো।পাশাপাশি সাম্প্রতিক সময়ের MCQ দেওয়া হয়েছে।আশা করি পোষ্টটি আপনাদের কাজে আসবে।মনোযোগ সহকারে পড়ুন এবং উত্তরগুলো আত্তস্ত করে ফেলুন।

বাংলাদেশ সম্পর্কিত MCQ-

প্রশ্নঃবাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি(TIFA) স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ১৫ সেপ্টেম্বর ২০২১

প্রশ্নঃ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
উত্তরঃযুক্তরাষ্ট্র

প্রশ্নঃ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স আসে?
উত্তরঃসৌদি আরব

প্রশ্নঃ২০২১ সালে কোন বাংলাদেশি র‍্যামন ম্যাগসেসে পুরষ্কার লাভ করেন?
উত্তরঃড.ফেরদৌসী কাদরী

প্রশ্নঃশেখ রাসেল দিবস কবে?
উত্তরঃ১৮ অক্টোবর।

প্রশ্নঃ'বঙ্গবন্ধু ধান-১০০' এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তরঃবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(BRRI)

প্রশ্নঃবর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তরঃ৪৩৮ জন

প্রশ্নঃদেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর ওপর?
উত্তরঃব্রক্ষপুত্র

প্রশ্নঃনিম্নের কোন আমটি নাবি জাতের?
ক.গৌড়মতি      খ.ইলামতি

গ.মেহেদী-২       ঘ.ওপরের সবগুলো

উত্তরঃঘ

প্রশ্নঃবর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তরঃ১০৮টি

প্রশ্নঃদেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃশেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি,কিশোরগঞ্জ

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১-MCQ

প্রশ্নঃমোট জনসংখ্যা কত?
উত্তরঃ১৬.৮২ কোটি

প্রশ্নঃজনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ১.৩৭%

প্রশ্নঃজনসংখ্যার ঘনত্ব/প্রতি বর্গ কিমি কত?
উত্তরঃ১,১৪০ জন

প্রশ্নঃপ্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উত্তরঃ৭২.৮ বছর

প্রশ্নঃদারিদ্র্যের হার কত?
উত্তরঃ২০.৫%

প্রশ্নঃচরম দারিদ্র্যের হার কত?
উত্তরঃ১০.৫%

প্রশ্নঃমাথাপিছু আয় কত?
উত্তরঃ২,২২৭ মার্কিন ডলার

প্রশ্নঃমাথাপিছু GDP কত?
উত্তরঃ২,০৯৭ মার্কিন ডলার

প্রশ্নঃসাক্ষরতার হার কত?
উত্তরঃ৭৫.২%

আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত-MCQ

প্রশ্নঃ৫ সেপ্টেম্বর ২০২১ আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুন্থান ঘটে?
উত্তরঃগিনি

প্রশ্নঃযুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তরঃলিজ ট্রাস

প্রশ্নঃপেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী 'শাইনিং পার্থ'-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃআবিমায়েল গুজম্যান

প্রশ্নঃলেবাননের বর্তমান প্রথামন্ত্রী কে?
উত্তরঃনাজিব মিকাতি

প্রশ্নঃআফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে?
উত্তরঃ৩০ আগস্ট ২০২১

প্রশ্নঃআফগান যুদ্ধের সময়কাল কত?
উত্তরঃ৭ অক্টোবর ২০০১-৩০ আগস্ট ২০২১

প্রশ্নঃতালেবানের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃমোল্লা মোহাম্মদ ওমর

প্রশ্নঃআফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কী?
উত্তরঃমোহাম্মদ হাসান আখুন্দ

প্রশ্নঃআফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃIslamic Emirate of Afghanistan

[DOWNLOAD PDF]

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।এরকম আরো প্রশ্ন-উত্তর পেতে আমাদের সাথেই থাকুন।
বিঃদ্র-খুব তাড়াতাড়ি আমরা কুইজ এর সিস্টেম চালু করব,যাতে করে আপনারা যাচাই করে নিতে পারেন কতটুকু আত্তস্ত করতে পেরেছেন।

আরো পড়তে পারেনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads