Header Ads Widget

পৃথিবীর বিখ্যাত নদ-নদী সম্পর্কিত ভূগোল বিষয়ে ৪৩তম বিসিএস প্রস্ততি।43rd BCS Preparation

পৃথিবীর বিখ্যাত নদ-নদী সম্পর্কিত ভূগোল বিষয়ে ৪৩তম বিসিএস প্রস্ততি।43rd BCS Preparation

হ্যলো বন্ধুরা আজকে ৪৩তম বিসিএস প্রস্ততি হিসেবে ভূগোল থেকে পৃথিবীর বিখ্যাত নদ-নদী নিয়ে আলোচনা করা হবে।

মন দিয়ে পড়ে নিন এবং আত্তস্ত করে ফেলুন।তো চলুন বিস্তাতির আলোচনা শুরু করা যাক।

হ্যলো বন্ধুরা আজকে ৪৩তম বিসিএস প্রস্ততি হিসেবে ভূগোল থেকে পৃথিবীর বিখ্যাত নদ-নদী নিয়ে আলোচনা করা হবে।নীল নদ

43rd BCS Preparation From Vugol Subject


নীল নদ

আফ্রিকা মহাদেশ এবং গোটা বিশ্বের দীর্ঘতম নদী।দৈর্ঘ্য ৬,৬৬৯ কি.মিঃ।

উৎপত্তি- কেনিয়া,তাঞ্জানিয়া ও উগান্ডা সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ থেকে।

আফ্রিকার ১১টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।

দেশগুলো হচ্ছে- উগান্ডা,রুয়ান্ডা,বুরুন্ডি,কেনিয়া,তাঞ্জানিয়া,ইথিওপিয়া,ইরিত্রিয়া,সুদান,দক্ষিণ সুদান,কঙ্গো ও মিশর।

আমাজান নদী

পৃথিবীর প্রশস্ততম নদী।পাশাপাশি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম ও বৃহত্তম নদী।

উৎপত্তি- আন্দিজ পর্বতমালা থেকে দক্ষিণ আমেরিকার ৭টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়।

এই নদী দিয়ে সবচেয়ে বেশি পানি মহাসাগরে পতিত হয়।

কাঙ্গো নদী

পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী।

মিসিসিপি মিসৌরি

যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার দীর্ঘতম নদী।

মিসৌরি হচ্ছে মিশিসিপির উপনদী।

মিসৌরি নদীটি মিসিসিপির সাথে মিলেছে সেন্ট লুইসে।

ইয়াংসিকিয়াং নদ

চীনের এবং এশিয়ার দীর্ঘতম নদী।

তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি লাভ করে পূর্বচীন সাগরে পতিত হয়।

হোয়াংহো নদ

হোয়াংহো নদীকে বলা হয়- চীনের দুঃখ।

অন্য নাম- পীত নদী বা হলুদ নদী।

উৎপত্তি- কুললুন পর্বত থেকে উৎপত্তি লাভ করে বোহাই উপসাগরে পতিত হয়েছে।

মারে ডার্লিং নদী

অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার দীর্ঘতম নদী।

ডার্লিং নদী মারে নদীর উপনদী।

কোসিয়াস্কো শৃঙ্ঘ থেকে উৎপত্তি লাভ করে এনকাউন্টার উপসাগরে পতিত হয়েছে।

ভলগা নদী

ইউরোপের দীর্ঘতম নদী।

রাশিয়ার ভলদাই পর্বত থেকে উৎপত্তি লাভ করে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে নদীটি।

দানিয়ুব নদী

পশ্চিম ইউরোপের দীর্ঘতম নদী।

জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপত্তি লাভ করে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে।

টাইগ্রিস-ইউফ্রেটিস নদী

আরবি নাম দজলা-ফোরাত।

আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে পারস্য উপসাগরে পতিত হয়।

টাইগ্রিস ও ইউফেটিস নদী ইরাকের বসরার নিকট মিলিত হয়ে 'শাত-ইল-আরব' নাম ধারন করেছে।

সিন্ধু নদী

তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি লাভ করে আরব সাগরে পতিত হয়েছে।পাশাপাশি চীন,ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

সিন্ধু নদীর ৫টি উপনদী- শতদ্রু,চন্দ্রভাগা,বিপাশা,ইরাবতী ও বিতস্তা- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এসে মূল সিন্ধু নদীর সঙ্গে মিলিত হওয়ায় পাঞ্জাবকে বলা হয় পঞ্ঝ নদীর দেশ।

জর্ডান নদী

হুলা হৃদ থেকে উৎপত্তি লাভ করে মৃত সাগরে পতিত হয়েছে।এ নদীতে লবনাক্তের কারণে মাছ হয় না।

-'আমুদরিয়া নদী'র উতপত্তিস্থল- পামির মাল্ভূমি
-'ইরাবতী নদী'র উত্তপত্তিস্থল- নাগা পাহাড়


আশা করি,আপনাদের পোষ্টটি ভালো লেগেছে।যদি,ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

এবং আরো বিসিএস প্রশ্ন-উত্তর পেতে রকমারি শিক্ষা-র সাথে থাকুন।ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads