Header Ads Widget

এই তিনটি ওয়েব সাইট থেকে সহজেই দৈনিক 10$-20$ ডলার ইনকাম করুন

এই তিনটি ওয়েব সাইট থেকে সহজেই দৈনিক 10$-20$ ডলার ইনকাম করুন


আসসালামু আলাইকুম-আশা করি আপনারা ভালো আছেন।আজকে আপনাদের এমন ৩টি ওয়েব সাইট নিয়ে আলোচনা করব যা থেকে আপনারা সহজেই দৈনিক 10$-20$ ডলার ইনকাম করতে পারবেন।

যে তিনটি ওয়েব সাইট নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে- ১.Quora.com (কোরা.কম) । ২. Banggood.com (বাংগুড.কম)। ৩.Goldenclix.com (গল্ডেনক্লিক্স.কম)।

তো চলুন,বিস্তারিত ভাবে জেনে নেই কীভাবে এই তিনটি ওয়েব সাইট থেকে সহজেই ইনকাম করতে পারব।

১.Quora.com (কোরা.কম) থেকে  কীভাবে ইনকাম করব? AdF.ly- ব্যবহার করে কোরা থেকে ইনকাম করার ট্রিক্স- ২.BangGood.com (বাংগুড.কম) থেকে  কীভাবে ইনকাম করব?

১.Quora.com (কোরা.কম) থেকে  কীভাবে ইনকাম করব?

কোরা, এমন একটি প্লাটফর্ম যেখানে মানুষ বিভিন্ন প্রশ্ন জানতে আসে,বিভিন্ন বিষয়ে শিখতে আসে।কেউ যদি কোন বিষয় না জানে,তাহলে সে ওই বিষয় নিয়ে কোরা-তে প্রশ্ন থাকে এবং অন্যরা সেই প্রশ্নের উত্তর দেয়।

তবে কেমন হত যদি প্রশ্ন করে বা উত্তর প্রদান করে কোরা থেকে সহজেই টাকা ইনকাম করা যেতো?খুব ভাল হত তাইনা?অনেকেই বলে থাকে কোরা থেকে ইনকাম করা যায় না কিংবা কোরা থেকে ইনকামের কোনো উৎস নেয়। কথাটা সম্পূর্ণ ঠিক নয়।আবার ভুলও নয় তা বলা যায় না।

কোরা প্ল্যাটফর্ম থেকে আপনি সরাসরি ইনকাম করতে পারবেন না এটা ঠিক।কিন্তু ছোট একটা ট্রিক্স বা উপায় খাটিয়ে আপনি কোরা থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

তো চলুন থেকে নেওয়া যাক সেই ট্রিক্সটি কেমন এবং কীভাবে করতে হবে।




AdF.ly- ব্যবহার করে কোরা থেকে ইনকাম করার ট্রিক্স-

ধরুন কোরাতে কেউ প্রশ্ন করলো- '২০০০০৳ হাজার টাকায় ভালো মোবাইল কোনগুলো?'। এখন এই বাজেটের মধ্যে কয়েকটা ব্রান্ডের মোবাইল সম্পর্কে আপনার মোটামোটি ধারনা আছে।আপনি কোরা-তে সেই প্রশ্নের উত্তর তাকে দিলেন এক কথায় তথ্য প্রদান করলেন।

আপনি এই বাজেটের মধ্যে কয়েকটা মোবাইল সম্পর্কে কিছু বর্ননা দিয়ে সেই ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন (যে ওয়েব সাইট থেকে বর্ননা দেওয়া হয়েছে কিংবা যে ওয়েব সাইট এ গেলে মোবাইল গুলো কিনতে পাওয়া যাবে)।

উত্তরের শেষে আসল ট্রিক্স কাজে লাগাতে হবে।আপনি হয়তো অনেক লিংক শর্টেনার ওয়েবসাইটের কথা জানেন,তাদের মধ্যে একটি হচ্ছে- adfly। এই সাইটে লিংক শর্ট করে খুব সহজে ইনকাম করা যায়।

যদি adfly এ আপনার একাউন্ট না থাকে তাহলে একটা একাউন্ট এখনই খুলে নিন।একাউন্ট খুলতে এখানে ক্লিক করুনঃ AdF.ly.com/Earn (আমরা আশা করি,আপনারা কীভাবে একাউন্ড খুলতে হয় তা জানেন,যদি না জানেন তাহলে ইউটিউব থেকে থেকে নিয়ে উক্ত লিংক এর মাধ্যমে খুলে নিন)

এবার যে মোবাইলের তথ্য যে ওয়েব সাইট থেকে নিয়েছেন, সেই ওয়েব সাইটের লিংক adfly দিয়ে শর্ট করে উত্তরে শেয়ার করে দিন। আপনার উত্তর পরে অবশ্যই প্রশ্নকর্তা সহ অন্যান্য যারা আপনার উত্তর পড়বে বা দেখবে তারা মোবাইল সম্পর্কে জানতে আপনার দেয়া লিংকে ক্লিক করবে।

আপনার লিংকে যত ক্লিক পরবে ইনকাম তত বেশি হবে। আর কোরা এমন একটা প্লাটফর্ম, যেখানে আপনার উত্তর কারো কাছে আলাদা করে শেয়ার করতে হবে না।

সুতরাং বুঝতেই পারছেন,এভাবে কিন্তু আপনি খুব সহজেই কোরা থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

২.BangGood.com (বাংগুড.কম) থেকে  কীভাবে ইনকাম করব?

এখন যে সাইটটি নিয়ে আলোচনা করব সে সাইটটি মূলত একটি Affiliate Marketing Website.এই সাইট-টির মাধ্যমে সহজেই পন্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে সহজেই ইনকাম করতে পারবেন।

আসুন জেনে নিই,কীভাবে এই ওয়েব সাইটটি ব্যবহার করে ইনকাম করব।

Affiliate Link- ব্যবহার করে বাংগুড.কম থেকে যেভাবে ইনকাম করব-

প্রিয় বন্ধুরা, এই সাইটে কাজ করে ইনকাম করার জন্য আপনার একটা Facebook page, Youtube chennel অথবা একটা Blog site থাকতে হবে।তবে আপনার চিন্তা করার কোন প্রয়োজন নেই।আপনার এখানে like, subscriber বা visotor এর প্রয়োজন নেই।

আপনি শুধু এখানে আপনার Affiliate link- টি শেয়ার করবেন।আপনার Affiliate marketing অর্থ্যাৎ শেয়ার করা Affiliate Link এর মাধ্যমে যে সকল পণ্য বিক্রয় হবে, আপনি তার উপর 12%-25% পর্যন্ত কমিশন পাবেন।

তার মানে একটা হিউজ এমাউন্ট ইনকাম করতে পারবেন বেশি সময় ধরে কাজ করলে।এই সাইটে Marketing করার জন্য আপনাকে প্রথমেই একটা একাউন্ট খুলতে হবে।একাউন্ট খুলতে banggoog.com এ গিয়ে affiliate program এ ক্লিক করুন।

একাউন্ট খোলার পরে আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চান,তার Affiliate link সেই প্রোডাক্ট এর মধ্য থেকে পেয়ে যাবেন।এবার আপনার Link ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা আপনার ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারবেন।

আপনার যখন ইনকাম হবে তখন আপনি Bank Tansfer, Paypal, BGpay এবং  Peyoneer এর মাধ্যমে Paymaney  নিতে পারবেন।আমরা আপনাদের ব্যাক্তিগত ভাবে পরামর্শ দিবো,বাংলাদেশ থেকে Payment নেয়ার জন্য Bank Transfer ব্যবহার করবেন।


৩.Goldenclix.com (গোল্ডেনক্লিক্স.কম) থেকে  কীভাবে ইনকাম করব?

এটি হচ্ছে এমন একটি ওয়েব সাইট যেটি মূলত একটি পিটিসি নির্ভর।এই সাইটটি আপনাদের জন্য সেরা হতে পারে।কারন এখান থেকে সহজেই ১ ডলার থেকে ২ ডলার ইনকাম করা সম্ভব।

তো চলুন,দেখি কীভাবে এই সাইট থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়।

বিভিন্ন টাস্ক,সার্ভে ও এড দেখে- যেভাবে গোল্ডেনক্লিক্স.কম থেকে ইনকাম করব-

প্রথমে আপনাদের পিটিসি সাইট কী এবং এর ধরন সম্পর্কে একটু ধারনা দেই।পিটিসি হচ্ছে ওই ধরনের সাইট, যে সাইট থেকে বিজ্ঞাপন দেখে আয় করা যায়। বিজ্ঞাপন গুলি ৫-৩০ সেকেন্ডের হয়ে থাকে এবং মাঝে মাঝে ১ মিনিটের হয়ে থাকে।

যে সাইটটি নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে- Goldenclix.com এখানে ক্লিক করলেই আপনি উক্তও সাইটের Home পেজে পৌছে যাবেন।সেখানে ছোট একটা সাইন আপ পদ্ধতি সম্পন্ন করে কাজ শুরু করতে পারবেন।

goldenclix অন্যান্য পিটিসি সাইট থেকে এ কারনে অন্যরকম, কারন এখানে ইনকামের অনেক গুলু পদ্ধতি রয়েছেঃ

1) Survey

2) Ads show

3) Cash game

4) AD PRIZES

5) Flip the coin 

6) Golden grid

7) PTSU

8) Reffer

খানে PTSU তে কাজ করেই প্রতিদিন 1$-2$ ডলার ইনকাম করা সম্ভব। আর বাকি কাজতো আছেই।

goldenclix এর চমৎকার দিক হচ্ছে withdraw পদ্ধতি।মাত্র 0.15$ ডলার হলেই টাকা তোলা যায়।

তাই এই সাইটে প্রতিদিন ১ ঘন্টা কাজ করার মাধ্যমে 2$-3$ ডলার ইনকাম খুব সহজেই করতে পারবেন।

পরিশেষঃ

সবার শেষে এটাই বলতে চাই আমরা,যেখানেই কাজ করুন না কেন দয়া করে সময় নিয়ে কাজ করবেন কারণ প্রথম প্রথম একটু সময় বেশি লাগতে পারে টাকা ইনকাম করতে উক্ত এই ৩টি ওয়েব সাইট থেকে।

তো আশা করি,আপনাদের খুব উপকারে আসবে এই আর্টিকেলটি।যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads