Header Ads Widget

ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট কীভাবে খুলব?

ফেসবুক বিজনেস ম্যানেজার

একাউন্ট কীভাবে খুলব?

আপনি যদি একজন ই-উদ্যোক্তা,এফ-উদ্যোক্তা বা সোস্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করে থাকেন,তাহলে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট সম্পর্কে গভীর ও সঠিক জ্ঞান অর্জন করতে হবে।

আর আজকের এই আর্টিকেলটিতে আমরা ফেসবুক বিজনেজ ম্যানেজার একাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বিশেষ করে কীভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট খুলব? সে সম্পর্কে আলোচনা করব।

ফেসবুক বিজনেস ম্যানেজার কী?

কীভাবে একাউন্ট খুলতে হয় তাতো আমরা জানব,তবে আগে জেনে নেওয়া যাক এটি কি এবং কীসের জন্য ব্যবহার করা হয়।

ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুক কর্তৃক এমন একটি প্লাটফর্ম,যেখান থেকে বিজনেস একাউন্ট ও সকল পেইজ ম্যানেজ করা যায় এবং সকল ফেসবুক ব্যবহারকারীদের আচার-আচরণ সম্পর্কে রিসার্চ করা যায় ও তথ্য সংগ্রহ করা যায়।

ফেসবুক বিজনেস ম্যানেজার কেন ব্যবহার করা হয়?

ফেসবুক বিজনেস ম্যানেজার প্ল্যাটফর্মটি ক্যম্পেইন রান করার জন্য বেশি ব্যবহৃত হয়।এই ক্যাম্পেইন রান করার জন্য বিজনেস একাউন্ট (আপনার পেইজটা বিজনেস একাউন্ট এ এড করতে হবে) বেশি কার্যকরি।

এখন আপনি প্রশ্ন করতে পারেন,কেন আমি পার্সোনাল একাউন্ট ইউজ না করে বিজনেস একাউন্ট ইউজ করব?এর বেশ কিছু কারণ আছে,যেমন ধরুন পার্সোনাল একাউন্ট ইউজ করে ক্যম্পেইন রান করালে আপনি ভাল রেজাল্ট পাবেন না অর্থাৎ ভালো মানের ডেটা সংগ্রহ করতে পারবেন না।

অন্যদিকে বিজনেজ একাউন্ট দিয়ে ক্যম্পেইন রান করার সবচেয়ে ভালো সুবিধা হল এখানে আপনি একদম আপনার চাহিদা মত অডিয়েন্স টার্গেট করতে পারবেন এবং এতে খরচও কম হবে। 

এখন সবকিছু ক্লিয়ার, তো চলুন শুরু করা যাক আজকের আসল আলোচনা-

কীভাবে ফেসবুক বিজনেজ ম্যানেজার একাউন্ট খুলবেন-

একাউন্ট খোলার আগে কিছু সাবধানতা বলে রাখি,যা আপনার অবশ্যই জানতে হবে।আপনার ফেসবুক পার্সোনাল একাউন্ট কি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা?

যদি ভেরিফাই করা না থাকে তাহলে আগে ভেরিফাই করে নিবেন।কারণ,ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ভেরিফাই না করে বিজনেস ম্যানেজার প্ল্যাটফর্মটি ব্যবহার করতে দিবে না।

আপনি বিজনেস একাউন্টটি খোলার সাথে সাথেই আপনার একাউন্টটি ফেসবুক থেকে ডিজেবল করে দেওয়া হবে।

চিন্তা করার কোন প্রয়োজন নেই,আপনার ভোটার আইডি কার্ডের ছবি সাবমিট করে রিভিও-এর জন্য রিকোয়েস্ট করলে ফেসবুক ২৪ ঘন্টার মধ্যে আপনার আইডি একটিভ করে দিবে।একদম ইজি প্রসেস!তাই না?

একাউন্ট তৈরি করা-

বিজনেস ম্যানেজার একাউন্ট তৈরি করার জন্য প্রথমেই আপনাকে https://business.facebook.com/overview এই লিংকে প্রবেশ করতে হবে।

নিচের ছবির মতো দৃশ্য দেখতে পাবেন।

আপনি যদি একজন ই-উদ্যোক্তা,এফ-উদ্যোক্তা বা সোস্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করে থাকেন,তাহলে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট সম্পর্কে গভীর ও সঠিক জ্ঞান অর্জন করতে হবে।

বিজনেস ম্যানেজার-একাউন্ট তৈরি।

এরপর ক্রিয়েট একাউন্টে ক্লিক করুন।ক্লিক করার সাথে সাথে একটি ফর্ম চলে আসবে।নিচের ছবির দৃশ্যের মত।

আপনি যদি একজন ই-উদ্যোক্তা,এফ-উদ্যোক্তা বা সোস্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করে থাকেন,তাহলে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট সম্পর্কে গভীর ও সঠিক জ্ঞান অর্জন করতে হবে।

বিজনেস ম্যানেজার-একাউন্ট তৈরি সাবমিট ফর্ম

এখন এই ফর্মে আপনার বিজনেস নেম,একাউন্ট নেম এবং আপনার বিজনেস ইমেইল দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

ফেসবুক বিজনেস একাউন্টি কীভাবে ভেরিফাই করব?-

আপনার একাউন্টি ভেরিফাই করার জন্য আপনার বিজনেস ইমেইল এ মেইল করা হবে একাউন্টি কনফার্ম করার জন্য।

আমরা আপনাকে বিজনেস ইমেইলে কাস্টম ইমেইল ব্যবহার করার জন্য বলব।যদি কাস্টম ইমেইল তৈরি না করতে পারেন তাহলে জিমেইলে একটি বিজনেস ইমেইল তৈরি করে নিবেন।

তারপর আপনার ফেইসবুক বিজনেস একাউন্টে যে ড্যসবোর্ড আছে সেখানে Confirm-Now এর একটি অপশন আসবে সেখনে ক্লিক করার সাথে আপনার ফেইসবুক একাউন্ট ডিজেবল হয়ে যাবে।

এবং আপনার বিজনেস ইমেইল এ ভেরিফিকেশনের জন্য ইমেইল পাঠানো হবে সেখান থেকে Confirm-Now এ ক্লিক করে ভেরিফাইয়ের জন্য আবেদন করতে হবে।

আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন,আপনার ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে আবেদন সাবমিট করবেন।

তাহলে কোনো সমস্যা ছাড়াই ২৪ ঘন্টা মধ্যে আপনার একাউন্ট একটিভ হয়ে যাবে।

শেষ কথা-

এই পোষ্টটির মাধ্যমে জানতে পারলেন,ফেইসবুক বিজনেস ম্যানেজার কী?এবং ফেইসবুক বিজনেস ম্যানেজার কেন ব্যবহার করা হয়?,ফেইসবুক বিজনেস ম্যানেজার কীভাবে ভেরিফাই করা হয়

আশা করি,আপনি এই আর্টিকেলটি পড়ার পর খুব সহজেই আপনার বিজনেস একাউন্ট খুলতে পারবেন।

পোষ্ট সম্পর্কে কোনো কিছু জানাতে,অবশ্যই কমেন্ট করে জানাবেন।আর পোষ্টটি বেশি বেশি শেয়ার করে ফেলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads