Header Ads Widget

ছবি যখন কথা বলেঃগাছ কেটে গাছের উপকারিতার শিক্ষা দেওয়া

ছবি যখন কথা বলেঃগাছ কেটে গাছের উপকারিতার শিক্ষা দেওয়া

কোনো কিছুকে প্রথমে ধ্বংস করে তারপর যদি সেই জিনিস এর উপকারিতার সম্পর্কে জ্ঞ্যান দেওয়া হয় তাহলে তা কতটা গ্রহনীয় আপনার কাছে?আজ এমনি একটি বিষয় নিয়ে আলোকপাত করব যা আজকের পৃথিবীতে ঘটে চলেছে।আজ এমনি এক সময় যেখানে গাছ কেটে মানুষকে গাছের উপকারিতার শিক্ষা দেওয়া হচ্ছে।যা পুরোপুরি বেমানান।

কোনো কিছুকে প্রথমে ধ্বংস করে তারপর যদি সেই জিনিস এর উপকারিতার সম্পর্কে জ্ঞ্যান দেওয়া হয় তাহলে তা কতটা গ্রহনীয় আপনার কাছে?আজ এমনি একটি বিষয় নিয়ে আলোকপাত করব যা আজকের পৃথিবীতে ঘটে চলেছে।আজ এমনি এক সময় যেখানে গাছ কেটে মানুষকে গাছের উপকারিতার শিক্ষা দেওয়া হচ্ছে।যা পুরোপুরি বেমানান।

ছবি যখন কথা বলেঃগাছ কেটে গাছের উপকারিতার শিক্ষা দেওয়া


উপরের ছবিটি লক্ষ্য করুন,কী বুঝতে পারলেন?আজ এই বিশ্বায়নের যুগে ঠিক এমনটাই হচ্ছে।আমরা একর এর প একর গাছপালা কেটে ফেলি আবার সেই আমরাই গাছের উপকারিতা নিয়ে জ্ঞ্যান প্রদান করে থাকি।আপনার কি মনে হয় এটা আসলে কতটা মানানসই।

কি নিখুঁতভাবে শিল্পী আজকের এই বিশ্বে গাছ নিয়ে ছলনা করার দৃশ্য তুলে ধরেছেন।যেই গাছ আমাদের আশ্রয় প্রদান করে থাকে,ফল দিয়ে থাকে,জীবনের জন্য অক্সিজেনের যোগান দিয়ে থাকে সেই গাছ গুলোকে অকারনে কেটে ফেলে আমরা গাছের উপকারিতার লেখা পড়ে থাকি,কেউ কেউ এর জ্ঞান দিয়ে থাকি।

এখন অনেকজন বলবে,তাহলে কী গাছ কাটবোই না?এমনটা বলছি না কারণ,বহু প্রয়োজনে আমাদের গাছ কেটে সেই প্রয়োজনীয়তা পূরণ করতে হয়।এখানে মূল বিষয় হচ্ছে,আমরা কি অযধা গাছ কেটে ফেলছি না।হ্যা,অব্যশই এমনটাই হচ্ছে।

একটা উদাহরন দেই,যেমন ধরুন-শাদ্দাত সাহেব এর একটি বড়সড় জমি আছে,সেই চাইছে সেখানে একটু ফ্যাক্টরি বানাবে।এখন সেখানে অনেক গাছপালা থকবে সেই গাছপালা কাটটে হবে।এখন আপনি বলবেন এখানেতো অযধা গাছ কাটা হয়নি।হ্যা,ঠিক বলেছেন,তবে শাদ্দাত সাহেব যদি এখন সব গাছগুলো কাটার পর তার চেয়ে বেশি গাছ রোপন না করেন তখন কি হবে।তখন ও কিছু হবে না,তবে যদি সে এত গুলো গাছ কাটার পর সবাইকে গাছের উপকারিতার শিক্ষা দিতে চাই সেক্ষেতে তা বেমানান।

কারণ,আমরা জানি একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হয়।কিন্তু আজকের এই সময়ে তা হচ্ছে না,বরং গাছ না লাগিয়ে গাছের উপকারিতার জ্ঞ্যান দেওয়া হয়।

উপরের ছবিতে শুধুমাত্র একটি বিষয় ফুটে উঠেনি আরো একটি বিষয় ফুটে উঠেছে তা হচ্ছে যে পরিমানে গাছ কাটা হচ্ছে তাতে পরবর্তী শতাব্দীতে মানুষ গাছ বলতে কিছু ছিল কিনা তাও ভুলে যাবে।জানি এই কথা শুনে আপনার হাঁসি পাচ্ছে।এবং তাদের গাছ কি জিনিস তা সম্পর্কে শিক্ষা দেওয়া হবে।

গাছের কেনো এই অবনতি?অনেক কারন আছে,প্রথমত বিশ্বায়নের যুগ,যেখানে বড় বড় দালানকোঠার প্রতিযোগিতা হচ্ছে।কলকারখানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।সর্বোপরি মানুষ পরিবেশের থেকে বাসস্থান এর গুরুত্ব বৃদ্ধি করছে(যাদের মোটামাটি থাকার স্থান আছে তারপরেও গাছ পালা কেটে বাসস্থান তৈরি করছে করছে)

সর্বোপরি এটাই বলতে চাই,আমাদের এই বিষয়ে অধিক চিন্তা করা দরকার এবং এর সমাধান করা দরকার আর তা না হলে এমনটা হবে যে আমরা গাছও কাটব আর গাছ কেটে ছায়াও খুজব।


পোষ্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই।আমাদের পাশে থাকুন এরকম আরো পোষ্ট পেতে এবং বিভিন্ন জ্ঞ্যান বিষয়ক তথ্য পেতে।

আরো পড়তে পারেনঃ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads