Header Ads Widget

(নতুন ও সহজ উপায়ে)Google-এ আর্টিকেল লিখে টাকা ইনকাম করুন।

(নতুন ও সহজ উপায়ে)Google-এ আর্টিকেল লিখে টাকা ইনকাম করুন।

আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি,আমি জানি যে আপনি ব্যবহার করেন কোনো কিছু খুঁজে বের করতে বা কেনো ওয়েব সাইট ব্রাউস করার জন্য।

কিন্তু আপনি কী এটা জানেন,আপনি খুব সহজেই Google ব্যবহার করে টাকা ইনকাম করতে পারেন?।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি নতুন উপায় যার মাধ্যমে সহজেই অনলাইনে ইনকাম করা যার শুধু মাত্র Google-এর মাধ্যমে।

আমি কিছু পদ্ধতির মাধ্যমে আলোচনা করব,যা আপনাকে দৈনিক ১০০ ডলার থেকে ২০০ ডলার ইনকামে সাহায্য করবে শুধু মাত্র ২০-৩০ মিনিট সময়ে।

আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে পৃথিবীর যেকোনো জায়গা থেকে কাজ করে ইনকাম করতে পারবেন।কোনো রকম দক্ষতা লাগবে না শুধু আমি যেভাবে ধাপ গুলো বলছি সেই অনুসারে ফলো করুন।

তো আর বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি!...


প্রথমেই,গুগল এ প্রবেশ করুন এবং সার্চ করুন ListVers সবার প্রথমে যে ওয়েব সাইটটি দেখবেন অর্থ্যাৎ listvers.com এ ওয়েব সাইটে প্রবেশ করুন।

এখন আপনি প্রশ্ন করতে পারেন, listvers.com কেমন ধরনের ওয়েবসাইট?কিংবা এটি কারা ব্যবহার করে?এ নিয়ে সামান্য আলোচনা করে নেয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।

এটি এমন একটি  আর্টিকেল পাবলিশ করার সাইট যেখানে প্রতিদিন কেও না কেও আর্টিকেল পাবলিশ করে থাকে এবং বিভিন্ন ক্লায়েন্ট এসে আর্টিকেল ক্রয় করে থাকে।আর এভাবেই যারা আর্টিকেল লিখে থাকে তারা টাকা পেয়ে থাকে।

তো ওয়েবসাইট এ প্রবেশ করার পর নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন।





এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসুন।নিচে মধ্যখানে যেখানে লেখা আছে MORE সেখান থেকে Submit a List এখানে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার সামনে লিস্ট লেখার জন্য একটি জায়গা চলে আসবে।সেখানে আপনি আপনার লিস্টের নাম,ড্রিস্ক্রিমসন,আপনার নাম,ইমেইল নাম,আপনার একাউন্ট সম্পর্কে লিখতে হবে।
নিচের ছবিগুলো লক্ষ্য করুন।









আপনার লেখা শেষ হয়ে গেলে সাবমিট বাটলে ক্লিক করে লেখাটি আপলোড করে দিন।আপলোড হয়ে গেলে আপনার লেখাটি ভেরিফাই করা হবে যদি লেখাটি তাদের ঠিক রাখে তাহলে তারা পাবলিশ করে দিবে।

পাবলিশ হবার পর যতজন আপনার আর্টিকেলটি পড়বে কিংবা ক্রয় করে নিবে সে হিসেবে টাকা পেতে থাকবেন।

এখন প্রশ্ন আসতে পারে কিভাবে কিংবা কী নিয়ে আর্টিকেল্টি লিখব।আমি সাজেস্ট করব আপনি প্রথম প্রথম Health,Business And Entertainment নিয়ে লেখা পাবলিশ করুন।

কারণ এইসব ক্যাটাগরিতে বেশি ইনকাম করা যায় এবং সহজেই আর্টকেল লেখা যায়।এখন চলুন কীভাবে গুগল এর সাহায্য নিয়ে আর্টিকেল্টি লিখব তা জেনে নেই।

আপনি যে বিষয়ে আর্টিকেলটি লিখতে চান তা গুগল এ সার্চ করুন।ধরুন আপনি,Entertainment নিয়ে লিখতে চান তাহলে Entertainment list লিখে সার্চ করুন।সেখান থেকে ভালো ভালো লিস্ট গুলো সংগ্রহ করে ফেলুন।

তারপর Google Docs এ এসে পেষ্ট করুন।এবং এখান থেকে আর্টিকেল্টি ভালো করে উপস্থাপন করে তারপর ListVers.com ওয়েবসাইটে আপলোড করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads