Header Ads Widget

উদ্যোক্তাদের জন্য সেরা ২০টি+ ইলন মাস্কের অনুপ্রেরণামূলক উক্তি

উদ্যোক্তাদের জন্য সেরা ২০টি+ ইলন মাস্কের অনুপ্রেরণামূলক উক্তি

তো,এটা একজনের জন্য অস্বাভাবিক হবে মানুষকে বলা যে 'এলন মাস্ক কে',অনেক আগে থেকেই পুরো পৃথিবী তাকে জানে একজন উদৌক্তা,বিনিয়োগকারী এবং সর্বোপরি একজন স্বপ্নদর্শী যে কিনা পৃথিবীকে তার কাজ,আসাধারন টেকনোলজি এবং তার কোম্পানির মাধ্যমে সেবা প্রধান করেছেঃTesla,SpaceX,The Boring Company,OpenAI and PayPal.

২০১৯-এ The Forbes অধিক শক্তিশালি  মানুষ-এর তালিকা করেছিল যেখানে তারা এলন মাস্ককে পৃথিবীর ২৫তম অধিক শক্তিশালী মানব হিসেবে তালিকাভুক্ত করেছিল।Forbes-এর  ধনী ব্যক্তিদের তালিকার তথ্য আনুযায়ী মার্চ,২০১৯-এ তার টাকার পরিমান ছিল ২২.৩ বিলিয়ন মার্কিন ডলার যা তাকে পৃথিবীর ৪০তম ধনী ব্যক্তি হিসিবে গড়ে তুলে।

তো,এখন আমরা বুঝতে পারলাম ঠিক কী কারণে ইলন মাস্ক উক্তি দেওয়ার জন্য উপযুক্ত এবং আমরা এলন মাস্ক এর জীবন বৃত্তান্ত দেওয়ার আগে আমরা পছন্দ করব সেরা ২০টি+ উক্তি তুলে ধরতে।যখন আমরা উক্তি গুলো শেষ করব তখন আমরা এলন মাস্ক এর জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

তো,এটা একজনের জন্য অস্বাভাবিক হবে মানুষকে বলা যে 'এলন মাস্ক কে',অনেক আগে থেকেই পুরো পৃথিবী তাকে জানে একজন উদৌক্তা,বিনিয়োগকারী এবং সর্বোপরি একজন স্বপ্নদর্শী যে কিনা পৃথিবীকে তার কাজ,আসাধারন টেকনোলজি এবং তার কোম্পানির মাধ্যমে সেবা প্রধান করেছেঃTesla,SpaceX,The Boring Company,OpenAI and PayPal.

Image From-Bloomberg.com

এলন মাস্কের সেরা অনুপ্রেরণামূলক উক্তিগুলোর তালিকা


কখনোই বিভ্রান্ত হবেন না শিক্ষার সাথে স্কুল-এর সম্পর্ক নিয়ে।আমি হার্ভার্ড এ পড়তে যায়নি কিন্তু যে লোকগুলো আমার সাথে কাজ করে তারা গিয়েছে।


আপনি চান এমন একটি ভবিষ্যৎ পেতে যেখানে আপনি আশা করেন সকল কিছুই ভালো হবে ,এটা নয় যে,আপনি আশা করেন সকল কিছুই খারাপ হবে।


মহান প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে মহান পন্যের দ্বারা।


ভালো ধারনাগুলো সবসময় পাগলাটে হয়ে থাকে যতক্ষণ তা না হয়।


প্রতিনিয়ত ভাবতে থাকুন কীভাবে জিনিসগুলোকে ভালো করতে পারেন সেই সম্পর্কে।নিজেকেই প্রশ্ন করে যান।


যদি আপনি চেষ্টা করছেন একটি প্রতিষ্ঠান তৈরীর করার জন্য,এটা কেক তৈরি করার মতো।আপনার কাছে সকল উপাদান থাকতে হবে সঠিক অনুপাতে।

 

এটা ঠিক আছে যে,আপনার ডিমগুলো রাখার জন্য একটি ঝুড়ি আছে।ঝুড়িটিকে যখনি আপনি চালনা করতে পারবেন তখন সব ডিমগুলোই রাখতে পারবেন।


প্রথম পদক্ষেপটি হচ্ছে প্রতিষ্ঠা করা যে কেনো কিছু করা সম্ভব তাহলে অবশ্যই তা হবে।


আমি মনে এটা সম্ভব যে সাধারন মানুষ ঠিক করতে পারে অসাধারন হতে।


কিছু মানুষ পরিবর্তন পছন্দ করে না কিন্তু আপনার পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে হবে যদি অন্যপথ গুলো বিপদ্গ্রস্ত থাকে।


যদি আপনি একজন উপ-প্রতিষ্ঠাতা কিংবা প্রতিষ্ঠাতা হন,আপনাকে সেই সকল কাজ করতে হবে যা আপনি হইত করতে চান না,যদি আপনি আপনার কাজ না করেন,তাহলে প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করবে না।কোনো কাজই খুব বেশি কষ্টসাধ্য নয়।


মানুষ কাজ ভালো করে যখন সে জানে তার উদ্দেশ্য কী এবং কেন।এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ দেখুক তার উদ্দেশ্য-কে এবং সকালে কাজ করতে আসুক ও কাজকে উপভোগ করুক।


ব্যর্থতা এখানে একটি উপায়।যদি জিনিসগুলো ব্যর্থতাই না পরে,আপনি এখনো পর্যাপ্ত উদ্ভাবনী হন নি।


আমি প্রতিষ্ঠান তৈরি করি না যে আরো প্রতিষ্ঠান তৈরি করব তার জন্য,কিন্তু তৈরি করি জিনিস গুলো সম্পাদন করতে।


লেগে থাকা খুবই গুরুত্বপূর্ণ।আপনি কখনোই হাল ছাড়বেন না যতক্ষন না পর্যন্ত হাল ছাড়তে বাধ্য করা হয়।


যদি আপনি সকাল সকাল উঠেন এবং ভাবেন ভবিষ্যৎ ভালো হতে যাচ্ছে,আজকের দিনটি উজ্জ্বল।অন্যধায়,এটা হবে না।


এখনি বিপদ গ্রহন কর এবং কিছু বড় কর। আপনি এটা অনুতাপ করবেন না।


নিয়মটা যদি এমন হয় যে আপনি উন্নতি করতে পারবেন না তাহলে আপনাকে নিয়মের সাথে লড়াই করতে হবে।

 

যদি আপনি কিছু বছর পিছনে যান, তাহলে কিছু জিনিস জাদুর মতো আপনার কাছে প্রতীত হবে| যেমন অনেক দূরে থাকার পরেও মানুষের সাথে কথা বলতে পারা, ছবি সেন্ড করতে পারা

 

আপনি যেই জিনিসটা বানাতে সবচেয়ে ভালো করে পারেন, সেটা বানানোর জন্য আপনি অধিক কঠোর হতে চান? তাহলে সেটার মধ্যে সেইসব কারণকে খুঁজে বার করুন যেটা একটা সমস্যা, আর সেইসব সমস্যাকে সমাধান করুন।
আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মানুষের ব্যক্তিত্ব দেখার বদলে, তার প্রতিভাকে বেশি গুরুত্ব দিই| আমি মনে করি, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যে কারোর মন অন্তত ভালো।


যখন আমি কলেজে পড়তাম তখন আমি সর্বদা এমন একটা কাজের অংশ হতে চাইতাম, যেটা এই দুনিয়ায় পরিবর্তন আনতে পারে| এখন আমি সেটাই করি| এখন আমি সেটা হতে দেখতেও পারবো অথবা সেটার অংশও হতে পারবো।


মন লাগিয়ে কাজ করুন! তারমানে আমি বলতে চাইছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় ৮০ থেকে ১০০ ঘন্টা কাজ করুন| এটা আপনার সাফল্যের সুযোগকে আরো বাড়িয়ে দেবে| যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে আর আপনি ১০০ ঘন্টা ধরে তাদের মতোই ঠিক একই কাজ করেন, তাহলে সেইকাজে তাদের সাফল্য পেতে লাগবে প্রায় এক বছর এবং আপনার মাত্র চার মাস।

 ইলন মাস্কঃসংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

ইলন মাস্কের অনুপ্রানিত গল্পকে সারমর্ম করা এটা সহজ নয়।কিন্তু চলুন আমরা পড়তে চেষ্টা করি এলন মাস্ক এর ব্যক্তিগত ও কর্মজীবন এর পথ চলা।

পরিবার

ইলন রিভি মাস্ক ১৯৭১,জুন মাসের ২৮ তারিখে দক্ষিন আফ্রিকায় জন্মগ্রহন করেন।তার বাবা এরল মাস্ক ছিলেন একজন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার,পাইলট ও এর আগে একজন দর্জি ছিলেন।তার মা মায়ে মাস্ক একজন ক্যানাডিয়ান-সাউড আফ্রিকান মডেল ও ডায়েটিয়ান।

শিক্ষা ও ক্যারিয়ার

১৯৮৯ সালে মাস্ক কানাডায় চলে যায় এবং কুয়িন্স ইউনিভার্সিটিতে যোগ দেয়,
তারপরে ১৯৯২ সালে ইউএস-তে চলে আসেন ভর্তি হন ইউনিভার্সিটি অফ পেন্সিল্ভিনিয়া।
সেখান থেকে মাস্ক ইকোনোমিস্ক এ ড্রিগ্রি নেন এবং পিজিক্সে দ্বিতীয় ড্রিগ্রি নেন।

বিবাহিত জীবন

জাস্টিন উইলসন নামের এক নারীকে ইলন মাস্ক বিবাহ করেন,জাস্টিন উইলসন ছিল তার ২০০০ সালের ইউনিভার্সিটির ক্লাসমেট এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৮ সালে।ইলন মাস্ক পরে ইংলিস অ্যাক্ট্রেস তালুলাহ রিলে কে বিয়ে করেন ২০১০ সালে।বিবাহটি টিকেছিল ২বছর।২০১৩ সালে তারা আবার পুনরায় বিবাহ করেন কিন্তু ধারাবাহিক ভাবে কিছু জিনিস ভুল হওয়াতে তাদের ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদ হয়।

আপনাদের কাছে তুলে ধরা হলো

যদিও এই আরটিকেল্টি প্রকৃতভাবে এলন মাস্ক এর সেরা উক্তি সম্পর্কে,তার পাশাপাশি আমরা চেষ্টা করেছি এলন মাস্ক এর জীবন সম্পর্কে কিছু তথ্য দিতে।যদি আপনাদের এই অনুপ্রেরনামুলক উক্তিগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

আরো পড়তে পারেন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Article End Ads